☀️উচ্চমাধ্যমিক ইতিহাস ☀️ প্রথম অধ্যায়|অতীত স্মরন|অনুশীলনীর প্রশ্নোত্তর
(১) হিন্দ ধর্মে দেবী দুর্গা হলেন —উ:-পৌরানিক চরিত্র।
(২) মৌখিক ইতিহাসের গুরুত্বপূর্ণ উপাদান—উ:-জনশ্রুতি।
(৩) নোয়ার নৌকার কাহিনী যে ধর্মের পুরানে আছে সেটি হল—উ:-খ্রিস্টান।
(৪) কবি কালিদাসের কাহিনী উল্লেখিত আছে—উ:-হিন্দু পুরাণে।
(৫) জ্যাকব ও উইলহেম গ্ৰিম যে ধরনের গল্পকার সেটি
হল—উ:-লোককথার ।
(৬) আলিবাবা ও চল্লিশ চোরের কাহিনী কীসের উদাহরন— উঃ:-লোককথা।
(৭)দক্ষিনারঞ্জন বসুর “ছেড়ে আসা গ্ৰাম” হল একটি —
উঃ:-স্মৃতিকথা ।
(৮) জীবনের জলসাঘরে কী ধরনের রচনা—উ:-স্মৃতিকথা ।
(১০)হিস্ট্রি অব হিন্দুস্তান কে রচনা করেন—উ:-ডডওয়েল ।
(১১) “ইতিহাসমালা”কে রচনা করেন —উ:-উইলিয়াম কেরি ।
(১২)“অক্সফোর্ড হিস্ট্রি অব ইন্ডিয়া” গ্ৰন্থটি কে রচনা করেন—উ:-ভিনসেন্ট স্মিথ।
(১৩)“ফল অব দ্যা মুঘল এম্পায়ার”গ্ৰন্থটি কে রচনা করেন—উ:-যদুনাথ সরকার ।
(১৪) সবচেয়ে বেশি সংখ্যক জাদুঘর রয়েছে—উ:-মেক্সিকো সিটিতে ।
(১৫)প্লেটো জাদুঘর প্রতিষ্ঠা করেন—এথেন্সে ।
(১৬) ব্রিটিশ মিউজিয়াম প্রতিষ্ঠিত হয়—১৭৫৩সালে ।
(১৭)লুভ্র মিউজিয়াম কোথায় অবস্থিত—প্যারিসে।
(১৮)হাজারদুয়ারি জাদুঘর হল একটি —ঐতিহাসিক জাদুঘর।
(১৯)“ন্যাশনাল মিউজিয়াম অব ন্যাচারাল হিস্ট্রি” অবস্থিত—উ:-ওয়াশিংটনে ।
☀️ বাঁদিক এর সাথে ডানদিক মেলাও :-
স্তম্ভ ক। স্তম্ভ ক
(১)ইতিহাসমালা—উ:-উইলিয়াম কেরি
(২) জীবনের জলসাঘরে—উ:-মান্না দে ।
(৩)প্যারালাল মিথস —উ:-বিয়ারলেইন।
(৪)দ্য ফগ প্রিন্স —গ্ৰিম ভ্রাতৃদ্বয় ।
২|স্তম্ভ :-
(১)কালিদাস — উঃ হিন্দু পুরান ।
(২)জিউস —উ:-গ্ৰিক পুরান ।
(৩)রোমিউলাস —উ:-রোমান পুরান।
(৪)রবিনহুড —উ:-ব্রিটিশ কিংবদন্তি।
Comments
Post a Comment