মাধ্যমিক প্রতিবেদন রচনা ২০২০ সেফ ড্রাইভ সেভ লাইফ

প্রতিবেদন রচনা :
        সেফ ড্রাইভ সেভ লাইফ কর্মসূচি পালন
নিজস্ব সংবাদদাতা,৯জানুয়ারি ,২০২০,কেন্দা:
                                                   সেফ ড্রাইভ সেভ লাইফ কর্মসূচি পালিত হলো কেন্দা ও সংলগ্ন এলাকায়। গত এক সপ্তাহ ধরে এই কর্মসূচি চলল। এলাকার স্কুল-কলেজের ছাত্রছাত্রী ও শিক্ষার্থীরা এ ক্ষেত্রে অগ্রণী ভূমিকা পালন করে। তারা সপ্তাহজুড়ে ট্রাফিক পুলিশকে তার কাজে সাহায্য করেছে। তারা নিজেরাই সাধারণ মানুষকে সচেতন করার কাজে যুক্ত হয়। পোস্টার, ফেস্টুন, স্লোগান র্্যালির মাধ্যমে পথ নিরাপত্তা ব্যাপারে মানুষকে সচেতন করে তোলে শিক্ষার্থীরা। তাদের তৎপরতায় এ সপ্তাহে এলাকায় কোনো দুর্ঘটনা ঘটেনি।
  তারা বলেছে “আমাদের প্রচেষ্টায় এই এলাকায় কোনো দুর্ঘটনা ঘটেনি অর্থাৎ আমরা সফল হয়েছি ।এধরন কর্মসূচি আমরা চালাতে থাকব ।জনৈক স্থানীয় অধিবাসীর দাবি , বেপরোয়া হয়ে গাড়ি চালানোর জন্য নিরীহের প্রান যায় ।কেউ বাড়ি থেকে বেরোলে দুঃশ্চিন্তায় থাকতে হয় সে ঠিকভাবে বাড়ি ফিরবে তো ।
তাই এধরনের কর্মসূচি সেখানে অবশ্যই ফলপ্রসূ হবে।
তারা যদি পথ নিরাপত্তা বিষয়ে সচেতন হয়ে ওঠে এবং অপরকে সচেতন করতে পারে তবে দুর্ঘটনা অনেকাংশে কমে যাবে।



আলোচনায়: দীপক কুমার মাহাত
        পাঠশালা টিউশন সেন্টার

Comments