দ্বাদশ শ্রেণীর ইতিহাস
দ্বাদশ শ্রেণীর ছাত্র-ছাত্রীদের জন্যঅতীত স্মরনে
অতি ্্ অতি সংক্ষিপ্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন
অধ্যায় ১ প্রথম পার্ট
১) মিথ কথাটির উদ্ভব হয়েছে গ্রিক শব্দ-মিথোস থেকে।
২) লেজেন্ড কথাটির মাধ্যমে যা বোঝায় তা হল-বীরগাথা।
৩) হোয়াট ইজ হিস্ট্রি গ্রন্থটি কে লিখেছিলেন-ই এইচ কার
৪) মিথের অস্তিত্ব পাওয়া যায়-পৃথিবীর প্রায় সব দেশে।
৫) সব ইতিহাসই সমকালীন ইতিহাস কার উক্তি-ক্রোচের
৬) প্রকৃত অর্থে ইতিহাস রচনার সূচনা হয়-গ্রিসে।
৭) হিস্ট্রি সায়েন্স নো মোর নো লস একথা বলেছিলেন
-বিউরি
৮) পঞ্চতন্ত্রের রচয়িতা হলেন-বিষ্ণু শর্মা
৯) কারা শ্রীরামপুর মিশন প্রতিষ্ঠা করেন-খ্রিস্টান মিশনারীরা।
১০) বৈজ্ঞানিক ইতিহাসের জনক বলা হয়-থুকিডিডিস কে
১১) আধুনিক ইতিহাস চর্চার জনক হলেন-ইবন খলদুন
১২) লেজেন্ড শব্দটি উদ্ভব হয়েছে কোন ভাষা থেকে-ল্যাটিন ভাষা থেকে
১৩) বিপ্লবী রাশিয়া নামে গ্রন্থটি রচনা করেন-মানবেন্দ্রনাথ রায়
১৪) বীর বিনোদ নামের ইতিহাস কে লেখেন?
উঃ শ্যামল দাস
১৫) রাজতরঙ্গিণী রচনা করেন কে? উঃ কলহন।
১৬) আর্লি হিস্ট্রি অফ ইন্ডিয়া গ্রন্থের রচয়িতা কে-ভিন্সেন্ট স্মিথ
১৭) দক্ষিণারঞ্জন বসু ছেড়ে আসা গ্রাম হল একটি-স্মৃতিকথা।
১৮) এশিয়াটিক সোসাইটির প্রতিষ্ঠাতা কে? উঃ উইলিয়াম জোন্স।
১৯) হিস্ট্রি অফ ব্রিটিশ ইন্ডিয়া গ্রন্থটি রচনা করেন-জেমস মিল।
২০) শিশুদের জন্য প্রথম মিউজিয়াম কোথায় গড়ে ওঠে-আমেরিকায়।
আলোচনায়:
-দীপক কুমার মাহাত
পাঠশালা টিউশন সেন্টার
Comments
Post a Comment