দ্বাদশ শ্রেণী

   ১) নতুন বিশ্ব বলতে কি বোঝ?
উঃ16 -17 শতকের ইউরোপের পর্তুগাল ,ব্রিটেন প্রভৃতি ইউরোপীয় দেশগুলো দক্ষিণ আমেরিকা মহাদেশের নতুন উপনিবেশ গড়ে তোলে সম্মিলিতভাবে নতুন বিশ্ব নামে পরিচিত।
২) 1612 খ্রিস্টাব্দে ভারতের কোথায় প্রথম ইংরেজ বাণিজ্য কেন্দ্র স্থাপিত হয়?
উঃ সুরাটে।
৩) হিলফারডিং এর লেখা বইটির নাম কি?
ফিন্যান্স ক্যাপিটাল।
৪) ক্যাপ্টেন কুক কোন কোন দেশ আবিষ্কার করেন?
উঃক্যাপ্টেন কুক অস্ট্রেলিয়া, হাওয়াই দ্বীপপুঞ্জ ,
,নিউজিল্যান্ড প্রভৃতি দেশ আবিষ্কার করেন।
৫) সাম্রাজ্যবাদ বলতে কী বোঝায়?
উঃঐতিহাসিক মরগান থাও এর মতে যে কোন রাষ্ট্র তার নিজস্ব রাষ্ট্রীয় সীমানার বাইরে গিয়ে অন্য রাষ্ট্রের ওপর তার ক্ষমতা প্রতিষ্ঠা করলে তাকে সাম্রাজ্যবাদ বলা হয়।
৬) বাণিজ্যিক মূলধন কাকে বলে?
উঃযে পুঞ্জি উৎপাদনের পরিবর্তে শুধুমাত্র ব্যবসা-বাণিজ্য চালানোর জন্য ব্যবহার করা হয় তবে বাণিজ্যিক মূলধন বলে।
৭) আলিনগরের সন্ধি কত সালে কাদের মধ্যে স্বাক্ষরিত হয়?
উঃ1757 খ্রিস্টাব্দে বাংলার নবাব সিরাজউদ্দৌলা ও কলকাতার ইংরেজ কর্তৃপক্ষের মধ্যে আলিনগরের সন্ধি স্বাক্ষরিত হয়।
৮) আধুনিক চিনের রূপকার কে?
উঃ মাও সে তুং।
৯) শত দিবসের সংস্কার কি?
উঃচিনা সম্রাট কোয়াংসু 1898 খ্রিস্টাব্দে এখ সংস্কার কর্মসূচি ঘোষণা করেন। এই সংস্কার ১০০দিন ধরে চলেছিল বলেই এই সংস্কার শতদিবসের সংস্কার নামে পরিচিত।
১০) কে কবে প্রত্যক্ষ সংগ্রামের ডাক দেন?
উঃ মোহাম্মদ আলী জিন্নাহ ১৯৪৬ খ্রিস্টাব্দের ১৬আগস্ট প্রত্যক্ষ সংগ্রামের ডাক দেন ।
১১) লাহোর প্রস্তাব কি?
উঃ১৯৪০ খ্রিস্টাব্দে মুসলিম লীগের লাহোর অধিবেশনের পৃথক মুসলমান রাষ্ট্র হিসেবে পাকিস্তান গঠনের প্রস্তাব লাহোর প্রস্তাবে পরিচিত।
১২) নিয়ন্ত্রিত মিশ্র অর্থনীতি কি?
উঃশিল্প স্থাপন থেকে শুরু করে জাতীয় উৎপাদন ও বন্টন প্রভৃতি স্বাধীন ভারত সরকার নিয়ন্ত্রণ করে ।যাতে সুষম আর্থিক বিকাশ সুনিশ্চিত হয় একে নিয়ন্ত্রিত মিশ্র অর্থনীতি বলে।
    আজকের আলোচনা এই প্রশ্ন গুলোও।
     উচ্চমাধ্যমিক ইতিহাস
আলোচনা : দীপক কুমার মাহাত
   পাঠশালা টিউশন সেন্টার

Comments