উচ্চমাধ্যমিক ইতিহাস দ্বাদশ শ্রেণী (ষষ্ঠ অধ্যায়)

      দ্বিতীয় বিশ্বযুদ্ধ এবং উপনিবেশ সমুহ




১|কবে কোন আইন অনুসারে ভারতের প্রথম নির্বাচন অনুষ্ঠিত হয়?—

উ:-১৯৩৫ খ্রিস্টাব্দে প্রবর্তিত ভারত শাসন আইন অনুসারে ১৯৩৭ খ্রিস্টাব্দে ভারতের প্রথম নির্বাচন অনুষ্ঠিত হয়।

অথবা 

১)“The Quit India Movement"—গ্ৰন্থটি কার লেখা?

উঃ—অরুনচন্দ্র ভুঁইয়া।


| দ্বিতীয় বিশ্বযুদ্ধের প্রত্যক্ষ কারন কি ছিল?

উঃ-১৯৩৯খ্রিস্টাব্দের ১লা  সেপ্টেম্বর হিটলার কর্তৃক পোল্যান্ড আক্রমণ ছিল দ্বিতীয় বিশ্বযুদ্ধের প্রত্যক্ষ কারণ।

৩|ভারতের ইতিহাসের প্রেক্ষিতে আগস্ট প্রস্তাব বা লিনলিথগো প্রস্তাব বলতে কী বোঝো?

উঃ:— দ্বিতীয় বিশ্বযুদ্ধে ভারতের জল সম্পদ ও অর্থ সম্পদ ব্যবহারের উদ্দেশ্যে বড়লাট লর্ড লিনলিথগো ১৯৪০খ্রিস্টাব্দের ৮ই আগস্ট ভারতীয়দের উদ্দেশ্যে যে প্রস্তাব উপস্থাপন করেন তা আগস্ট ঘোষণা নামে পরিচিত।

৪|কোন অধিবেশনে কংগ্রেস আগস্ট প্রস্তাব প্রত্যাখ্যান করে?

উঃ:-১৯৪০ খ্রিস্টাব্দের ২১ই আগস্ট ওয়ার্ধা অধিবেশনে।

৫|ভারত ছাড়ো আন্দোলন কালে ভারতের বড়লাট কে ছিলেন ?

উঃ—লর্ড লিনলিথগো।

৬|ভারত ছাড়ো আন্দোলনে গান্ধীজী কি ধ্বনি তোলেন —

উ:-করেঙ্গে ইয়ে মরেঙ্গে।

৭|জাপান কবে মাঞ্চুরিয়া আক্রমণ করে? 

উঃ—১৯৩১ সালে।

৮) ভিয়েতনাম কবে স্বাধীনতা লাভ করে? উঃ—১৯৫৪সালে ভিয়েনা সম্মেলনে।

৯) ইন্দোনেশিয়া কবে স্বাধীনতা লাভ করে? উঃ:-১৯৪৯সালে।

১০|বৃহত্তর পূর্ব এশীয় সম্মেলন কবে অনুষ্ঠিত হয়?—১৯৪৩ সালে


১১|লিয়াকত আলি খান কে ছিলেন ?উঃ:-পাকিস্তানের প্রথম প্রধানমন্ত্রী।

১২) স্বাধীন ভারতের প্রথম ও শেষ গভর্নর জেনারেলের নাম কি?

উঃ—স্বাধীন ভারতের প্রথম গভর্নর জেনারেল ছিলেন লর্ড মাউন্টব্যাটেন এবং শেষ গভর্নর জেনারেল ছিলেন চক্রবর্তী রাজা গোপালাচারী।

১৩|ভারতের স্বাধীনতা আইন কত খ্রিস্টাব্দে পাশ হয় ? উঃ—১৯৪৭ সালের ৪ই জুলাই।

১৪|কবে ও কোথায় গণপরিষদের প্রথম অধিবেশন বসে?

উঃ—১৯৪৬ খ্রিস্টাব্দের ৯ই ডিসেম্বর নতুন দিল্লির কনস্টিটিউশন হলে।

১৫|গনপরিষদ কী ?

উঃ—ভারতীয় সংবিধান রচনার জন্য জনগণের দ্বারা নির্বাচিত প্রতিনিধিদের নিয়ে যে পরিষদ গঠিত হয় ,তা গনপরিষদ নামে পরিচিত।

১৬|কবে ও কার নেতৃত্বে অন্তবর্তী সরকার গঠিত হয় ?

উঃ—১৯৪৬ খ্রিস্টাব্দের ২ সেপ্টেম্বর ।

১৭| “ইন্ডিয়া উইনস ফ্রিডম ”—গ্ৰন্থটি কে রচনা করেন?

উঃ—


মৌলানা আবুল কালাম আজাদ।

১৮)কে কবে প্রত্যক্ষ সংগ্ৰামের ডাক দেন ?—মহম্মদ আলি জিন্নাহ ১৯৪৬ খ্রিস্টাব্দের ১৬ই আগস্ট।

১৯) মাউন্টব্যাটেন পরিকল্পনা/মাউন্টব্যাটেন রোয়েদাদ কী ?

উঃ—১৯৪৭ সালের ৩ জুন লর্ড মাউন্টব্যাটেন ভারত বিভাজনের যে পরিকল্পনা করেন তা মাউন্টব্যাটেন পরিকল্পনা নামে পরিচিত।

২০|সিমলা বৈঠকে কারা প্রতিনিধিত্ব করেন ?— কংগ্রেসের পক্ষে আবুল কালাম আজাদ এবং মুসলিম লীগের পক্ষে মহম্মদ আলি জিন্নাহ।

Comments