উচ্চমাধ্যমিক ভূগোল দ্বাদশ শ্রেণী (শিল্প)

                  শিল্প


১)কানাডা কোন শিল্পের জন্য বিখ্যাত ——

উঃ:-কাগজ শিল্প।

২) উত্তর ভারতের ম্যাঞ্চেস্টার কাকে বলা হয় ——

উঃ—কানপুরকে।

৩) ভারতের বস্ত্রবয়ন শিল্পের রাজধানী কাকে বলে ——

উঃ:—মুম্বাইকে।

৪) বিশ্বের কোন দেশ নিউজপ্রিন্ট উৎপাদনে শীর্ষ স্থান অধিকার করে—কানাডা।

৫) ভারতের সর্ব প্রথম নিউজপ্রিন্ট উৎপাদনে কারখানা কোথায় গড়ে উঠেছে—উ:-নেপানগর।

৬) পৃথিবীর বৃহত্তম পাট শিল্পাঞ্চল  কোনটি —উ:—হুগলি পাট শিল্পাঞ্চল।

৭) ভারতের ইস্পাত নগরী বলা হয় কাকে—উ:-জামশেদপুর।

৮) দক্ষিণ ভারতের দুটি লৌহ ইস্পাত শিল্প কেন্দ্রের নাম—

উঃ—কর্নাটকের বিজয়নগর ও অন্ধ্রপ্রদেশের বিশাখাপত্তনম।

৯) চীনের সর্বপ্রাচীন সর্ববৃহৎ ইস্পাত কেন্দ্র কোনটি—উ:—আনশান।

১০) পিটসবার্গ কোন শিল্পের জন্য বিখ্যাত ?

উঃ—লৌহ ইস্পাত শিল্পের জন্য।

১১) জার্মানির রূঢ় অঞ্চল কোন শিল্পের জন্য প্রসিদ্ধ ?

উঃ—লৌহ ইস্পাত শিল্প।

১২) রবার গাছের তরল জৈব রসকে কি বলে ?—

উঃ—ল্যাটেক্স।

১৩) বুনিয়াদি শিল্প নামে পরিচিত কোন শিল্প ?

উঃ—লৌহ ইস্পাত শিল্প।

১৪) চীনের ম্যানচেস্টার কাকে বলে ?

উঃ:—সাংহাই কে ।

১৫) কোন শহরকে দক্ষিণ ভারতের ম্যানচেস্টার বলা হয় ?

উঃ—কোয়েম্বাটুর।

১৬) বিশুদ্ধ কাঁচামাল ভিত্তিক শিল্পের উদাহরণ দাও ।

উঃ—কার্পাস বয়ন শিল্প।

১৭)“Milk Man Of India ”—নামে পরিচিত কে ?

উঃ—ভার্গেস কুরেন।

১৮) আমেরিকা যুক্তরাষ্ট্রের দক্ষিণাঞ্চলে অবস্থিত দুটি কার্পাস বয়ন শিল্প কেন্দ্রের নাম।

উঃ—ভার্জিনিয়া ও জর্জিয়া।

১৯)কাগজ শিল্পের মূল কাঁচামাল কী ?

উঃ—নরম কাঠ , বাঁশ ,বেত ঘাস ইত্যাদি।

২০) ভারতের রূঢ় অঞ্চল কাকে বলে ?

উঃ—দূর্গাপুরকে।


— দীপক কুমার মাহাত

Comments