উচ্চমাধ্যমিক ইতিহাস


 বার্থোলোমিউ দিয়াজ কোন দেশের নাবিক ছিলেন?

→ পর্তুগাল।

2. ফারুক শিয়ারের ফরমান কবে জারি করা হয়?

→ 1717 খ্রিস্টাব্দে।

3. কে অন্ধকূপ হত্যা বিষয়টি উদ্ভব করেন?

→ হলওয়েল।

4. বাংলার প্রথম স্বাধীন নবাব কে ছিলেন?

→ মুর্শিদকুলি খাঁ।

5. বাংলার শেষ স্বাধীন নবাব কে ছিলেন?

→ সিরাজ উদদৌল্লা।

6. আলিনগরের সন্ধি কবে স্বাক্ষরিত হয়?

→ 1757 খ্রিস্টাব্দে 9 ফেব্রুয়ারি।

7. দ্বৈত শাসন ব্যবস্থার প্রবর্তক কে ছিলেন?

→ লর্ড ক্লাইভ বা রবাট ক্লাইভ।

8. দ্বৈত শাসন ব্যবস্থা অবসান কে, কবে ঘটান?

→ লর্ড ওয়ারেন হেস্টিংস।

→ 1772 খ্রিস্টাব্দে।

9. বেসিনের সন্ধি কবে স্বাক্ষরিত হয়?

→1802 খ্রিস্টাব্দে।

10. অমৃতসরের সন্ধি কবে কাদের মধ্যে স্বাক্ষরিত হয়?

→1809 খ্রিস্টাব্দে।

→রঞ্জিত সিং ও বড়লাট মিন্টোর প্রতিনিধি চার্লস মেটকাফ এর সঙ্গে।

11. ভারতের মেকিয়াভেলি কাকে বলা হয়?

→নানা ফড়নবিশ কে।

12. ভারতবর্ষের আমলাতন্ত্রের জনক কাকে বলা হয়?

→ লর্ড কর্নওয়ালিস কে।

13. সিভিল সার্ভিস পরীক্ষা কে চালু করেন?

→ লর্ড কর্নওয়ালিস।

14. পলাশীর যুদ্ধ কবে কাদের মধ্যে স্বাক্ষরিত হয়?

→1757 খ্রিস্টাব্দের 23 জুন।

→ নবাব সিরাজ দৌলার সঙ্গে ইংরেজ ইস্ট ইন্ডিয়া কোম্পানির।

15. বেঙ্গল কেমিক্যাল কে প্রতিষ্ঠাতা করেন এবং কত সালে?

→ডঃ প্রফুল্লচন্দ্র রায়।

→1901 সালে।

16. (76 এর) মন্বন্তরের সময় বাংলার নবাব ও গভর্নর কে ছিলেন?

→ বাংলার নবাবছিলেন নজমউদ্দৌলা।

→ বাংলার গভর্নর ছিলেন লর্ড কাটিয়ার।

17. কে কবে ভারতবর্ষে ভূমি রাজস্ব বন্দোবস্ত প্রবর্তন করেন?

→ লর্ড ওয়ারেন হেস্টিংস।

→ 1773 খ্রিস্টাব্দে।

18. চিরস্থায়ী বন্দোবস্ত কে, কবে প্রবর্তন করেন?

→ লর্ড কর্নওয়ালিস।

→ 1793 খ্রিস্টাব্দে।

19. বোর্ড অফ রেভিনিউ গঠন করে কে কবে গঠন করেন?

→ লর্ড ওয়ারেন হেস্টিংস।

→ 1776 সালে।

20. কারা, কবে, কোথায় রায়তওয়ারি বন্দোবস্ত প্রবর্তন করেন?

→ ক্যাপ্টেন আলেকজান্ডার রেড ও টমাস মনরো।

→ 1802 খ্রিস্টাব্দে।

→ বোম্বাই ও মাদ্রাজ প্রেসিডেন্সির বেশিরভাগ অঞ্চলে।

21. কে কবে কোথায় মহলওয়ারি বন্দোবস্ত চালু করেন?

→ এলফিনস্টোন।

→ 1822 খ্রিস্টাব্দে।

→ গাঙ্গেয় উপত্যকায় মহলওয়ারি বন্দোবস্ত চালু করেন।

22. কারা, কবে, কোথায় ভাইয়াচারী বন্দোবস্ত চালু করেন?

→ এলফিনস্টোন ও ম্যাকেনজির প্রচেষ্টায়।

→ 1824 খ্রিস্টাব্দে।

→ পাঞ্জাবে ভাইয়াচারী বন্দোবস্ত চালু করেন।

 23. ভারতবর্ষে আধুনিক পুলিশ ব্যবস্থা কে গড়ে তোলেন?

→লর্ড কর্নওয়ালিস।

24. কবে কোথায় প্রথম পাটকল স্থাপিত হয়?

→1853 খ্রিস্টাব্দে।

→ হুগলির রিষড়ায়।

25. কাও তাও প্রথা কি?

→ কোন বিদেশে, চীন সম্রাটের সামনে এলে সেই পথিক সম্রাটের কাছে মাথা নত করে প্রণাম করবে। এটাই কাও তাও প্রথা নামে পরিচিত।

Comments