ডেইলি কারেন্ট এফেয়ার্স

      
 💢   💢 💥ডেইলি কারেন্ট এফেয়ার্স 💥💢💢
                      💥২৭শে এপ্রিল💥💢
১|ভোডাফোন আইডিয়া কোন সংস্থার সাথে যুক্ত হয়ে “Recharge Sathi " প্রোগাম লঞ্চ করল- paytym.
                  🎯Key points: Paytym
              🎯   MD&CEO-Satish Kumar Gupta.
          🎯Founder:-Vijay Shekhar Sharma.
🎯                  HQ:-Noida, Uttar Pradesh
                       🎯প্রতিষ্ঠা:২০১০ সালে।
২|কোন সংস্থা শারীরিক স্পর্শ ছাড়াই ফাইল ও নথিপত্র পাঠানোর জন্য“ E karyalaya' App লঞ্চ করল-।      🎯CISF(central Industrial Security Force)

          Key points:-
        💥Director of General:-Rajesh Ranjan
                ESTD:-1969
৩|কোন রাজ্য সরকার কোভিড ফার্মা এপ লঞ্চ করল-🎯  অন্ধ্রপ্রদেশ।
           🎯 রাজ্যপাল:-বিশ্বভূষন হরিচন্দন।
                 মুখ্যমন্ত্রী:-জগমোহন রেড্ডি।
    🎯 বিশাখাপত্তনম ভারতের সবচেয়ে গভীরতম বন্দর।
৪|council of scientific and industrial research (CSIR)কোভিড ১৯ এর বিরুদ্ধে কোন ঔষধ প্রয়োগের পরিকল্পনা করেছে-🎯SEPSIVAC
            🎯Key points about CSIR:
            🎯Headquarter:New Delhi
             🎯D.G-Shekhar C Mande
             🎯President:Prime minister of India.
 ৫|ভারতের মোবাইল ইন্টারনেট কোম্পানি রিলায়েন্স জিওর ১০ শতাংশ (৯.৯৯) শেয়ার কিনল কোন যুক্তরাষ্ট্রভিত্তিক বিশ্বের সর্ববৃহৎ সোশ্যাল মিডিয়া কোম্পানি- 🎯ফেসবুক।
            💥গুরুত্বপূর্ণ তথ্য:-
             🎯 প্রতিষ্ঠা:২০০৪ সাল।
                 🎯CEO- Mark jukerbarg.
        💥HQ:-menlo Park, California, United States.
 ৬|Serve the seniors Initiative helpline লঞ্চ করল কে-JKSLSA(Jammu and Kashmir state legal services authority).
               💥গুরুত্বপূর্ণ তথ্য:-জম্মু ওকাশ্মীর।
                     🎯লে.গভর্নর-গিরিশচন্দ্র মূর্মূ।
                   🎯 লাদাখের গভর্নর:-রাধাকৃষ্ণ মাথুর।
৭|ঔষধ হোম ডেলিভারি করার জন্য‘ধন্বন্তরী"স্কিম লঞ্চ করল-🎯 আসাম সরকার।
             🎯 গুরুত্বপূর্ণ তথ্য:-আসাম
            🎯মুখ্যমন্ত্রী:-সর্বানন্দ সেনোয়াল
🎯রাজধানী:-দিসপুর।
🎯রাজ্যপাল:-জগদীশ মুখী।
🎯জাতীয় উদ্যান:-কাজিরাঙ্গা,মানস,নামেরি।
 ৮|সুজলম সুফলম জল সঞ্চয় অভিযান নামে জলসংরক্ষন স্কিম লঞ্চ করল-🎯 গুজরাট সরকার।
          🎯গুরুত্বপূর্ণ তথ্য:-গুজরাট
           🎯 মুখ্যমন্ত্রী:-বিজয় রূপানী
            🎯 রাজধানী:-গান্ধীনগর
       🎯 রাজ্যপাল:  আর্চায্য দেব ভ্রাট।
 এখানে অবস্থিত-গির জাতীয় উদ্যান ও সোমনাথ মন্দির।
৯|করোনা মহামারীতে মানুষদের সংকটকালীন সাহায্যের জন্য“ Help Me"মোবাইল এপ লঞ্চ করল-🎯 হরিয়ানার মুখ্যমন্ত্রী মনোহর লাল খাট্টার।
       💥হরিয়ানার রাজ্যপাল:-সত্যেন্দ্র আর্য।
১০|Benter Blitz Cup 2020 কে জিতল🎯-অ্যালিরাজা  ফিরোজা
              (দেশ- ইরান)

Edited by ------------------------------Dipak Kumar

Comments