ডেইলি কারেন্ট এফেয়ার্স

                 🏀🏀💢🎯     
:- কারেন্ট এফেয়ার্স ২৬শে এপ্রিল:-🏀🏀🏀.
                  🎯   💥ডেইলি কারেন্ট এফেয়ার্স 💥
🎯১|বিশ্ব ব‌ই দিবসের দিন My book My friend প্রচার শুরু করল কে ?- রমেশ পোখরিয়াল (কেন্দ্রীয় মানবসম্পদ উন্নয়ন মন্ত্রী) World Book and copyright day 23 April .
🎯২| E Gram Swaraj Portal app কে লঞ্চ করলো - প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।
    💥২৪ এপ্রিল ২০২০ পঞ্চায়েতি রাজ দিবস উপলক্ষে লঞ্চ করেন।
🎯৩|জাতীয় পঞ্চায়েতি রাজ দিবস কবে পালিত হয়-
২৪ এপ্রিল।
 💥১৯৯২ সালের ৭৩ তম সংবিধান সংশোধনীতে পঞ্চায়েতি রাজ ব্যবস্থা চালু হয়।
💥১৯৯৩ সালের ২৪ এপ্রিল কার্যকর হয়।
💥২০১০ সালে প্রথম জাতীয় পঞ্চায়েতি রাজ দিবস পালন করা হয়।
🎯৪|ইরান প্রথম যে মিলিটারি স্যাটেলাইট লঞ্চ করলো তার নাম কি ?- নূর (NOOR)
        💥ইরানের রাজধানী:-তেহরান
                    মুদ্রা:-ইরানিয়ান রিয়াল।
            💥 প্রেসিডেন্ট:-হাসান রৌহানি।
🎯৫|কোন রাজ্য সরকার E Sanjivani OPD সুবিধা চালু করেছে?- হিমাচল প্রদেশ।
  💥 হিমাচল প্রদেশ:-
         রাজধানী:-সিমলা (গ্ৰীষ্মকালীন)
                    ধর্মশালা:(শীতকালীন)
💥রাজ্যপাল -বন্দারু দত্তাত্রেয়।
💥প্রতিষ্ঠা দিবস-১৯৭১( ২৫শে জানুয়ারি)
💥মুখ্যমন্ত্রী:-জয়রাম ঠাকুর।
💥হিমাচল প্রদেশের তাসিগাং উচ্চতম পোলিং বুথ।
💥১০ ই মার্চ ফাগলি উৎসব অনুষ্ঠিত হল।
🎯৬|ভারতের বৃহত্তম সফটওয়্যার কোম্পানি TCS(Tata consultancy services)কোন দেশে প্রথম ডিজিটাল ব্যাঙ্ক খোলার লাইসেন্স পেল?-
ইজরায়েল ।
 💥 ইজরায়েল মুদ্রা:-ইজরালে সেকেল(Israeli shekel)
💥 ইজরায়েল প্রেসিডেন্ট:-Reuvan Rivlin .
💥 ইজরায়েল প্রধানমন্ত্রী:-Benjamin Netyanahu
💥 About TCS💥
        CEO:Rajesh Gopinathan
         Headquarters; Mumbai
         Founded :1st April,1968
🎯৭|সম্প্রতি প্রয়াত রুদ্রতেজ সিং কোন কোম্পানির CEO ও প্রেসিডেন্ট পদে নিযুক্ত ছিলেন-BMW INDIA
             BMW IndiA Headquarter: Chennai
🎯৮|Chief Vigilance commissioner হিসেবে শপথ গ্ৰহন করলেন -সঞ্জয় কোঠারী
   💥About CVS :Estd: 1964
                        HQ:New Delhi
🎯৯|কোভিড ১৯ এর দ্রুত স্ক্রিনিং করতে তিরঙ্গা নামে চলমান গাড়ি লঞ্চ করল -কেরালা।
Key points : মুখ্যমন্ত্রী:পিনারায় বিজয়নগর
                    রাজ্যপাল:আরিফ মহম্মদ খান।
🎯১০:|World Malaria Day পালন করা হয় -২৫ শে এপ্রিল।
                      এবছরের থিম :“Zero Malaria Starts with me "
🎯১১|World Intellectual property day পালিত হয় - ২৬শে এপ্রিল
 গুরুত্বপূর্ণ তথ্য:-💥 World Intellectual property Organisation:-
                  প্রতিষ্ঠা:-১৪ ই জুলাই ১৯৬৭।
              💥সদর দফতর:জেনেভা , সুইজারল্যান্ড।
                    💥সদস্য রাষ্ট্র:১৯১
                💥 ডাইরেক্টর জেনারেল:ফ্রান্সিস গারি।
  
   :-------------------Edited by : Dipak kumar

Comments