দ্বাদশ শ্রেণী ইতিহাস দ্বিতীয় অধ্যায় অনুশীলনী-বহুবিকল্পভিত্তিক প্রশ্নাবলী
উচ্চমাধ্যমিক ইতিহাস
💥 পাঠশালা টিউশন সেন্টার (অধ্যায় -২য়)
অনুশীলনী-বহুবিকল্পভিত্তিক প্রশ্নাবলী:-
-----দীপক কুমার মাহাত
প্রশ্ন:-১|ইউরোপের সর্বাধিক শক্তিশালী ঔপনিবেশিক শক্তি ছিল-ব্রিটেন।
প্রশ্ন:-২|ভাস্কো দা গামা প্রথম ভারতের কোন বন্দরে পদার্পণ করেন-কালিকট বন্দরে।
প্রশ্ন:-৩|ইয়ান্দাবুর সন্ধি স্বাক্ষরিত ইংরেজদের সঙ্গে-ব্রহ্মদেশের।
প্রশ্ন:-৩|ইন্দোনেশিয়ায় উপনিবেশ গড়ে তুলেছিল-ডাচরা।
প্রশ্ন:-৪|মার্কিন সেনাপতি পেরি আগমন করেন-জাপানে।
প্রশ্ন:-৫|কোর্টেস যে দেশের অভিযাত্রী ছিলেন -স্পেনের।
প্রশ্ন:-৬|নতুন বিশ্ব এর নামকরণ করেন-আমেরিগো ভেসপুচি।
প্রশ্ন:-৭|কানাডায় উপনিবেশ গড়ে উঠেছিল-ফ্রান্সের।
প্রশ্ন:-৮|আমেরিকায় ফরাসি উপনিবেশ গুলি হাতছাড়া হয়-১৮১৫ খ্রিস্টাব্দে।
প্রশ্ন:-৯|মার্কেন্টাইল বাদ শব্দটি সর্বপ্রথম ব্যবহার করেন-অ্যাডাম স্মিথ।
প্রশ্ন:-১০|ইম্পেরিয়ালিজম স্টাডি (Imperialism a study) গ্রন্থটি রচনা করেন-হবসন।
প্রশ্ন:-১১|সাম্রাজ্যবাদ :পুঁজিবাদের সর্বোচ্চ স্তর গ্রন্থটি রচনা করেন-লেলিন। প্রশ্ন:-১২|সাম্রাজ্যবাদ হল পুঁজিবাদের প্রত্যক্ষ সম্প্রসারিত রূপ একথা বলেছেন-লেলিন।
প্রশ্ন:-১৪|শ্বেতাঙ্গ জাতির দায়বদ্ধতা অন্যতম প্রবক্তা হলেন-রুডিয়ার্ড কিপলিং।
প্রশ্ন:-১৫|মিশনারি ডেভিড লিভিংস্টোন যে দেশে সমাজ সেবার কাজে প্রবেশ করেন সেটি হল-আফ্রিকা।
প্রশ্ন:১৬|হিস্ট্রি অফ ব্রিটিশ ইন্ডিয়া গ্রন্থটি রচনা করেন-জেমস মিল।
প্রশ্ন:১৭|হোয়াইট মেন্স বার্ডেন কবিতাটি রচনা করেন-রুডিয়ার্ড কিপলিং।
প্রশ্ন:-১৮|পাবলো পিকাসো যে দেশের চিত্রশিল্পের দ্বারা প্রভাবিত তা হল-আফ্রিকা।
@@ বাম দিকের সঙ্গে ডানদিকের স্তম্ভ মেলাও:-------------
বামদিক। ডানদিক
ক। খ
ওলন্দাজ উপনিবেশ-------------উ:-ইন্দোনেশিয়া
পর্তুগিজ উপনিবেশ------------------উ:-মালয়
ফরাসি উপনিবেশ---------------------------উ:-ইন্দোচীন
স্পেনের উপনিবেশ---------------------------উ:-ফিলিপিনস দ্বীপপুঞ্জ।
২|। ক। খ
সগৌলির সন্ধি ---------------------------উ:- ১৮১৬খ্রি:-
ইয়ান্দাবুর সন্ধি------------------------উ:-১৮২৬খ্রি:
গন্ডামাকের সন্ধি---------------------------উ:-১৮৭৯খ্রি:-
জাপানে পেরির আগমন---------------------------উ:-১৮৫৪খ্রি:
Daurn sir
ReplyDeleteধন্যবাদ
Deleteধন্যবাদ ভাই ❤️
ReplyDeleteধন্যবাদ
ReplyDeleteThanku sir.onak upokrito holam.
ReplyDelete