ঔপনিবেশিক আধিপত্যের প্রকৃতি

       💥উচ্চমাধ্যমিক পরীক্ষা প্রস্তুতি ২০২১💥
::  পাঠশালা::
💥ঔপনিবেশিক আধিপত্যের প্রকৃতি নিয়মিত ও অনিয়মিত সাম্রাজ্য:-
বিকল্প উত্তর গুলির মধ্যে থেকে সঠিক উত্তরটি বেছে নিয়ে লেখ।
🎯১|ফোর্ট উইলিয়াম কলেজের প্রতিষ্ঠাতা ছিলেন-লর্ড ওয়েলেসলি।
🎯২|রায়তওয়ারি বন্দোবস্ত এর ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছিলেন-টমাস মনরো।
🎯৩|“Poverty and Un-British rule in India"-রচনা করেন-দাদাভাই নওরোজি।
🎯৪|কলকাতা সুপ্রিম কোর্টের প্রথম প্রধান বিচারপতি ছিলেন-স্যার এলিজা ইম্পে।
🎯৫|২৯শে আগস্ট ১৮৪২ সালে চিনে কোন সন্ধি স্বাক্ষরিত হয়-নানকিং সন্ধি।
🎯৬|ইংরেজ কোম্পানি ফারুকশিয়রের কাছ থেকে ফরমান লাভ করে-১৭১৭ খ্রিস্টাব্দে।
🎯৭|ভাস্কো দা গামা কোন দেশের নাবিক ছিলেন- পোর্তুগাল।
🎯৮|ইস্ট ইন্ডিয়া কম্পানি অ্যাক্ট (১৭৮৪)কার উদ্যেগে পাশ হয়-পিটের ।
🎯৯|কলকাতায় সুপ্রিম কোর্ট স্থাপিত হয়-১৭৭৪ খ্রিস্টাব্দে।
🎯১০|কার উদ্যোগে ভারতের পুলিশ বাহিনী গঠিত হয় -ওয়ারেন হেস্টিংস।
🎯১১|কে আমিনী কমিশন গঠন করেন-ওয়ারেন হেস্টিংস।
🎯১২|কোথায় ভারতের প্রথম কয়লা খনি আবিষ্কৃত হয়-রানিগঞ্জে।
🎯১৩|আধুনিক চিনের রূপকার কে?-মাও সে তুং।
🎯১৪|চীনে কোন বছর আফিম আমদানি বন্ধ হয়-১৮৩৯ খ্রিস্টাব্দে।
🎯১৫|চিরস্থায়ী বন্দোবস্তকে একটি দুঃখজনক ভুল বলেছেন-হোমস।
🎯১৬|স্বত্ববিলোপ নীতির প্রবর্তক হলেন-লর্ড ডালহৌসি।
🎯১৭|নজরানা পদ্ধতি প্রচলিত ছিল-চীনে।
🎯১৮|ভারতের ফরাসি ইস্ট ইন্ডিয়া কোম্পানির গভর্নর ছিলেন-জোসেফ ডুপ্লে।
🎯১৯|চীনে ইউরোপের বাণিজ্যিক সম্পর্কের সূত্রপাত হয় কোন বন্দরের মধ্য দিয়ে-ক্যান্টন।
🎯২০|ব্রিটিশ ভারতে মোট কয়টি চার্টার অ্যাক্ট পাস হয়- ৪ টি ।
:-------------:----------------------:------------:---------------------

Comments