উপনিবেশ ও সাম্রাজ্যবাদের সম্পর্ক
প্রশ্ন:-উপনিবেশবাদের সাথে সাম্রাজ্যবাদের সম্পর্ক নির্ধারণ করো। (দ্বাদশ শ্রেণী) নমুনা প্রশ্ন
উঃ:-সূচনা:-
ঐতিহাসিক জে এ হবসনের মতেই উপনিবেশ হলো সামাজিক পরিবেশে নিজেদের সভ্যতা কে প্রতিষ্ঠা করা অন্যভাবে বলা যায় উপনিবেশবাদ হল একটি আদর্শ যেখানে কোনো একটি দেশের জনসমাজের একটি স্থানান্তরিত অংশ নিজেদের স্বার্থেঅর্থনৈতিক উদ্দেশ্যে অন্য কোনো দেশে উপনিবেশ স্থাপন করে ও শোষণ চালায়।সাম্রাজ্যবাদ শব্দের অর্থ হলো সামরিক কর্তৃত্ব এর অর্থ দাঁড়ায় বৃহৎ রাষ্ট্রের দ্বারা অপেক্ষাকৃত দুর্বল বা ক্ষুদ্র রাষ্ট্রের উপর ঔপনিবেশিক শাসন বলবৎ করা।
🎯 উপনিবেশবাদ ও সাম্রাজ্যবাদ এর মধ্যে সম্পর্ক:-
💥 উপনিবেশবাদ ও সাম্রাজ্যবাদের প্রভেদ:-
উপনিবেশ বা কলোনি প্রতিষ্ঠার মাধ্যমেই উপনিবেশবাদ কার্যকরী হয়। এক্ষেত্রে কোন রাষ্ট্রের ব্যক্তি বা ব্যক্তিবর্গ রাষ্ট্রের নতুন অঞ্চলে গিয়ে নতুনভাবে ওই অঞ্চলকে সংগঠিত করে নিজের নেতৃত্ব বা কর্তৃত্ব কায়েম করে। এক্ষেত্রে সর্বদা শক্তি বা অস্ত্রের প্রয়োগ প্রয়োজন হয়না।
অন্যদিকে সাম্রাজ্যবাদ শব্দটিসাম্রাজ্যের সম্প্রসারণ নতুন সাম্রাজ্য দখল করার ক্ষেত্রে প্রয়োগ করা হয়। স্বভাবতই সাম্রাজ্যবাদ ধারণা রূপায়নের কাজে কাজে একটি রাজ্য রাজ্যের উচ্চাকাঙ্ক্ষী শাসকের উদ্যোগ সক্রিয় থাকে।সাম্রাজ্যবাদী আদর্শ প্রয়োগ করে বিশেষ করে সাম্রাজ্য বিস্তারের আদর্শ কায়েম করা হয়।
🎯 উপনিবেশবাদ ও সাম্রাজ্যবাদ এর মধ্যে মিল:-
চূড়ান্ত পরিণতিতে সাম্রাজ্যবাদ ও উপনিবেশবাদের মধ্যে প্রভূত মিল আছে ।এগুলি হল----------
🎯১|উপনিবেশবাদ ও সাম্রাজ্যবাদ উভয় ক্ষেত্রেই একটি দেশ কোন দেশ ও জাতির ওপর কর্তৃত্ব প্রতিষ্ঠা করার চেষ্টা করা হয়।
🎯২|উপনিবেশবাদে ঔপনিবেশিক দেশটি দখল করা দেশের ওপর সার্বিক নিয়ন্ত্রণ কায়েম করে। সাম্রাজ্যবাদের ক্ষেত্রে দখল করা এলাকার ওপর আক্রমণকারী দেশের সার্বিক প্রভুত্ব কায়েম করা হয়।
🎯৩|সাম্রাজ্যবাদ একটি ধারণা আর উপনিবেশবাদ হলো সেই ধারণার বাস্তবায়ন। শ্যামা রাজ্য দখলের পর দখলকারী রাষ্ট্র ওই অঞ্চলের উপর ঔপনিবেশিক শোষণ কায়েম করে।
🎯৪|উপনিবেশবাদ ও সাম্রাজ্যবাদ পরস্পরের সহযোগী ও সহগামী দুটি ব্যবস্থা। কখনো একটি দেশ অন্য রাজ্য দখল করে সেখানে ঔপনিবেশিক শাসন ও শোষণ কায়েম করে। আবার কখনো একটি দেশনতুন অঞ্চলে উপনিবেশ প্রতিষ্ঠা করে ক্রমে সেখানে সাম্রাজ্যবাদী কর্তৃত্ব কায়েম করে।তাই উপনিবেশবাদ ও সাম্রাজ্যবাদ একই মুদ্রার এপিঠ ওপিঠ।
🎯৫|সাম্রাজ্যবাদী বা দখলকারী রাষ্ট্রের স্বার্থেই উপনিবেশ-অর্থনীতি পরিচালিত হয়।উপনিবেশের প্রাকৃতিক সম্পদ জনসম্পদ শাসনব্যবস্থা সাম্রাজ্যের স্বার্থে ব্যবহার করা হয়।
🎯৬|সাধারণভাবে উপনিবেশ প্রতিষ্ঠার কাজে একটি রাষ্ট্রের সক্রিয় ভূমিকা থাকে। তাই উপনিবেশিক সাম্রাজ্যের অংশ। অপরদিকে সাম্রাজ্যবাদের শাসক দূরবর্তী উপনিবেশিক শাসন কার্য তার প্রতিনিধির মাধ্যমে পরিচালনা করেন। তাই সম্রাজ্য উপনিবেশ অঙ্গাঙ্গিভাবে সম্পর্কযুক্ত।
------------সুতরাং সাম্রাজ্যের স্বার্থেই উপনিবেশের সম্পদ ও শক্তি নিয়োজিত হয়। তাই সাম্রাজ্যবাদ ও উপনিবেশবাদ হলো অঙ্গাঙ্গীভাবে যুক্ত দুটি ব্যবস্থা। সাম্রাজ্যবাদ ও উপনিবেশবাদের মধ্যে থাকলেও কার্যক্ষেত্রে অবস্থা গভীরভাবে সম্পর্কযুক্ত। তাই মনে করা হয়েছে উপনিবেশবাদ ও সাম্রাজ্যবাদ একে অন্যের পরিপূরক।
Comments
Post a Comment