উচ্চমাধ্যমিক ইতিহাস
💥দ্বাদশ শ্রেণীর ইতিহাস 💥
💥বহুবিকল্পভিত্তিক প্রশ্নাবলী:-
💥১|কোন ইউরোপীয় বনিকদল প্রথমে ভারতে আসে?-পোর্তুগিজ।
💥২|সর্বপ্রথম কোন পত্রিকায় বাঙালি মধ্যবিত্তের কথা প্রকাশিত হয়-বঙ্গদূত পত্রিকায়।
💥৩|মধ্যবিত্ত শ্রেণীর পিঠস্থান ছিল-কলকাতা।
💥৪|ভারতে মুদ্রণ যন্ত্র প্রতিষ্ঠায় অগ্রণী ভূমিকা পালন করেছিল-ব্যাপটিস্ট মিশনারিরা।
💥৫|এশিয়াটিক সোসাইটি প্রতিষ্ঠিত হয়-১৭৮৪ খ্রিস্টাব্দে।
💥৬|ভারতে এশিয়াটিক সোসাইটি প্রতিষ্ঠা করেন-উইলিয়াম জোন্স।
💥৭|হিন্দু কলেজের বর্তমান নাম-প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয়।
💥৮|উডের ডেসপ্যাচ কবে প্রকাশিত হয়-১৮৫৪ খ্রিস্টাব্দে।
💥৯|প্রথম বাংলা সংবাদপত্র হলো-সমাচার দর্পণ।
💥১০|আত্মীয় সভা প্রতিষ্ঠিত হয়-১৮১৫ খ্রিস্টাব্দে।
💥১১|তুহুফাৎ উল মুয়াহিদ্দিন এর প্রনেতা -রাজা রামমোহন রায়।
💥১২|কলকাতা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠিত হয়-১৮৫৭ খ্রিস্টাব্দে।
💥১৩|হান্টার কমিশন কত খ্রিস্টাব্দে গঠিত হয়-১৮৮২ খ্রিস্টাব্দে।
💥১৪|মধ্যবিত্ত শ্রেণীর সংস্কার আন্দোলন কে এলিটিস্ট আন্দোলন বলেছেন-ড: অনিল শীল ।
💥১৫|ভারতীয় নবজাগরণের অগ্রদূত ছিলেন-রাজা রামমোহন রায়।
💥১৬|রামমোহন রায়কে রাজা উপাধি কে দিয়েছিলেন-মুঘল সম্রাট দ্বিতীয় আকবর।
💥১৭|কার উদ্যোগে শুদ্ধি আন্দোলন গড়ে ওঠে-স্বামী দয়ানন্দ সরস্বতীর উদ্যোগে।
💥১৮|নামধারী আন্দোলনের সূচনা করেন-বাবা রামসিংহ।
💥১৯|তিন আইন পাশ হয়-১৮৭২ খ্রিস্টাব্দে।
💥২০|গান্ধী প্রবর্তিত হরিজন এর অর্থ-ঈশ্বরের সন্তান।
:-----------------------:----------------------------;---------------------💥
দীপক কুমার মাহাত
পাঠশালা টিউশন সেন্টার
যোগাযোগ:-৬২৯৪৭৫৭৬৭৮হোয়াটসঅ্যাপ:৭৬০২৪৫১৪৬০
Comments
Post a Comment